free tracking

My Blog

My WordPress Blog

দলে ফিরেই অধিনায়ক হলেন সাব্বির রহমান

ঢাকা ক্রিকেটের প্রাণকেন্দ্র মিরপুর আবারও সরব হয়ে উঠছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ঘিরে। শিরোপার লড়াই শুরুর আগে শনিবার (২ মার্চ) জমকালো আয়োজনে উন্মোচিত হয়েছে প্রতিযোগিতার ট্রফি। দেশের শীর্ষস্থানীয় ১২ ক্লাবের অধিনায়কদের উপস্থিতিতে হোম অব ক্রিকেটে বসেছিল এক মিলনমেলা।

এবারের ডিপিএলে নতুন চ্যালেঞ্জ নিয়ে নামছেন সাব্বির রহমান। গত আসরে দল পাওয়ার নিশ্চয়তা না থাকলেও এবার ফিরছেন নেতৃত্বের ভূমিকায়। পার্টেক্স স্পোর্টিং ক্লাব তাকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে, যা নতুন করে নিজেকে প্রমাণের বড় এক সুযোগ এনে দিয়েছে এই হার্ডহিটিং ব্যাটসম্যানের জন্য।

সাব্বির রহমান বরাবরই আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত। তবে শুধু ব্যাট হাতে নয়, এবার তার কাঁধে থাকছে দলের নেতৃত্বের গুরুদায়িত্বও। বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় ফেরার পর, ডিপিএলে সেই ছন্দ ধরে রাখতে মরিয়া তিনি।

অধিনায়কত্ব পাওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সাব্বির বলেন,

“এবার পার্টেক্স ক্লাবের অধিনায়কত্ব করছি, যা আমার জন্য বড় এক দায়িত্ব। ঢাকা প্রিমিয়ার লিগ সবসময়ই চ্যালেঞ্জিং, আর এবারও ব্যতিক্রম নয়। দলকে ভালো অবস্থানে নেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

জাতীয় দলে জায়গা ফিরে পাওয়ার লড়াইয়ে ঘরোয়া ক্রিকেটই হতে পারে তার জন্য আদর্শ মঞ্চ। পারফরম্যান্স দিয়ে নিজের সামর্থ্যের জানান দিতে পারবেন কি না, সেটাই এখন দেখার বিষয়!