গত বছরই জানা গিয়েছিল টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে টাইগারদের অধিনায়কের দায়িত্ব সামলেছিলেন লিটন দাস। আর অন্য দিকে বিপিএলে রাজশাহী দলে অধিনায়কের দায়িত্ব করেছিলো তাসকিন আহমেদ। তবে নতুন করে দায়িত্ব কে পাচ্ছেন সে বিষয়ে এখনো বিসিবি সভাপতি ফারুক আহমেদ নিশ্চিত কিছু না বললেও কথায় বুঝিয়ে দিয়েছেন কে হবে নতুন অধিনায়ক।
শনিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নেব। খুব শিগগির জানা যাবে। ইতোমধ্যে দুই একজন টি-টোয়েন্টির অধিনায়কত্ব করেছেন, যারা এখনো দলের বাইরে নয়। এ রকম কাউকে আমরা চেষ্টা করব।’
তার কথা অনুযায়ী তাসকিন আহমেদই হতে পারেন বাংলাদেশের নতুন অধিনায়ক। কারণ বাজে পারফর্ম্যান্সের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছিলেন লিটন দাস। সেক্ষেত্রে তাসকিনই অধিনায়কত্বের দৌড়ে এগিয়ে থাকবেন।
Leave a Reply