My Blog

My WordPress Blog

আদালতে এসে ছোট বাচ্চার মত যা খেতে চাইলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী

মিরপুর থানার দুটি পৃথক হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। ২২ জানুয়ারি বুধবার তাকে আদালতে আনা হলে, কামাল আহমেদ মজুমদার চকলেট খেতে চান বলে দাবি করেন। এ সময় একটি ব্যাগে চকলেট তার কাছে পৌঁছানো হয়। তবে, আদালতের পক্ষ থেকে বলা হয়, বাইরে থেকে খাবার দেওয়ার অনুমতি নেই এবং এটি বেআইনি।

সেদিনের শুনানিতে সাবেক শিল্প প্রতিমন্ত্রীসহ বিভিন্ন সাবেক এমপি-মন্ত্রীদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাদের হাতকড়া, বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে আদালতে তোলা হয়। শুনানির সময়, কামাল আহমেদ মজুমদার কাঠগড়ায় দাঁড়িয়ে এক আইনজীবীকে ডেকে চকলেট খেতে চান। কিছু সময় পর আইনজীবী সাদা কাগজের ব্যাগে করে চকলেট আনেন। কিন্তু নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা চকলেট দেওয়ার চেষ্টা প্রতিরোধ করেন।

পরে, আইনজীবী আল ইমরান (মুকুল) জানান, কামাল আহমেদ মজুমদারের সুগার লো হয়ে যায়, তাই তিনি চকলেট খেতে চান। কিন্তু আদালতে আসামিকে কিছু দেওয়ার নিয়ম না থাকায়, চকলেট পরবর্তীতে আইনজীবীর মাধ্যমে তাকে পৌঁছানো হয়।

এদিকে, রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী জানান, বাইরে থেকে খাবার দেওয়ার বিষয়টি আদালতের অনুমতি ছাড়া বেআইনি। এমন খাবার বা চকলেট দেওয়ার পর যদি কোনো সমস্যা হয়, তাহলে তার দায় সরকারের ওপর পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *