free tracking

My Blog

My WordPress Blog

ফিলিস্তিনিদের ১০ কোটি টাকা সাহায্য করেছেন সাকিব? যা জানা গেলো!

গত বছর ছাত্র-জনতার আন্দোলনের সময় নীরব থাকা ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হওয়ায় দীর্ঘ দিন ধরে দেশে আসতে পারছেন না দেশ ও বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। দেশের মাটিতেই টেস্ট খেলে অবসর নিতে চাইলেও সেই সুযোগও পাননি তিনি।

তাই দীর্ঘ ধরে মাঠে বাইরে রয়েছেন সাকিব। এর মাঝে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয় যে, বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান ফিলিস্তিন ও গাজাকে ১০ কোটি টাকা সাহায্য করেছেন।

যমুনা টিভির লোগো সংবলিত ফটোকার্ডটির শিরোনাম ছিল ফিলিস্তিন ও গাজাকে ১০ কোটি টাকা সাহায্য করেছেন সাকিব আল হাসান। তবে, রিউমর স্ক্যানার বাংলাদেশের নামের একটি গ্রুপে এই তথ্যটি মিথ্যা এবং ভুয়া বলে দাবি করা হয়েছে।

Screenshot_2025-04-10_114103

বুধবার (৯ এপ্রিল) রিউমর স্ক্যানার বাংলাদেশের নামের একটি গ্রুপে তানভীর মাহাতাব আবির রিউমার স্ক্যানারের ফটোকার্ড ব্যবহার করে ক্যাপশনে লিখেছেন, যমুনা টিভি এমন কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি।

Screenshot_2025-04-10_114150

তবে রিউমর স্ক্যানারে অফিশিয়াল ওয়েবসাইটে গেলে এরকম কোনো তথ্য পাওয়া যায়নি। এ ছাড়াও তাদের ফেসবুক পেইজ থেকেও এরকম কোনো ফটোকার্ড শেয়ার করা হয়নি।

Screenshot_2025-04-10_114425

এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর প্রায় দুই দশক পর গত বছর ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ অ্যাকশনে বোলিং করার অভিযোগ ওঠে সাকিব আল হাসানের বিরুদ্ধে। এরপর ইংল্যান্ডের বার্মিংহাম ও ভারতে ব্যর্থ হলেও তৃতীয় চেষ্টায় পাস করেছেন তিনি। তবে জাতীয় দলে তার ভবিষ্যৎ কী, তা এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *