free tracking

My Blog

My WordPress Blog

প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে? যে ভুলের কারণে হতে পারে ক্যান্সার!

রক্ত দেখলেই আমরা সাধারণত ঘাবড়ে যাই। ফলে উপযুক্ত চিকিৎসার চেয়ে হাতের কাছে যে চিকিৎসা ব্যবস্থা তার উপর বেশি নির্ভর করি। এতে সমস্যা থেকেই যায় এবং দীর্ঘমেয়াদে এর পরিণতি হয় ভায়াবহ।

রক্তে যাদের প্রস্রাবের সাথে রক্ত যায় তারা ওষুধের দোকানে বা এলাকার ডাক্তারের কাছে গেলে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা ছাড়াই রক্ত বন্ধের ওষুধ দেয়। কিছুদিন পর তা কমেও যায়। কিন্তু এটি ওষুধের জন্য নয়। এই রোগের বৈশিষ্ট্যই হলো মাঝেমাঝে রক্ত ঝরা, সবসময় নয়।

এর ফলে রোগী বিশ্বাস করে যে সেই ওষুধটি তার জন্য কার্যকর। কিছুদিন পর যখন আবার এই সমস্যা দেখা দেয় সে আবার ওষুধ সেবন করে। রোগী রীতিমতো সেই ওষুধের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। এতে সমস্যাটি ধীরে ধীরে বাড়তে থাকে এবং শেষ স্তরে পৌঁছে যায়।

শেষ অবস্থায় যখন রোগী কোনো বিশেষজ্ঞের কাছে যায়, ততদিনে অনেক দেরি হয়ে যায়। তখন, পরীক্ষা করে ধরা পড়ে দীর্ঘদিন ধরে তার মূত্রথলিতে টিউমার বা ক্যান্সার হয়েছে। কিন্তু উপযুক্ত চিকিৎসা না হওয়ায় তা মারাত্মক পর্যায়ে পৌঁছেছে।

ডাক্তারদের মতে, এসব লক্ষণ দেখলে সরাসরি বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত। এতে কম ক্ষয়ক্ষতি ও উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়।

সূত্র: https://www.facebook.com/share/v/1BPiCcKQdq/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *