free tracking

My Blog

My WordPress Blog

আজহারীর সানগ্লাস নিয়ে বিতর্কের জবাব দিলেন পিনাকী!

১২ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হয় ‘মার্চ ফর গাজা’—ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদে আয়োজিত এক বিশাল সমাবেশ। গরম উপেক্ষা করে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ইসলামী স্কলারসহ সাধারণ জনগণ।

এই কর্মসূচিতে অংশ নেন জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারী। সমাবেশে আজহারীর চোখে থাকা কালো সানগ্লাস—বিশেষত Ray-Ban (রেব্যান)-এর মতো দেখতে একটি সানগ্লাস—নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা।

আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামী নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে ইঙ্গিত করে লেখেন—“মার্চ ফর গাজার আয়োজকদের চোখে রেব্যান সানগ্লাস দেখে ব্যথিত হয়েছি।” তার দাবি, রেব্যানের মালিক প্রতিষ্ঠান Luxottica ইসরায়েলে বিনিয়োগ করে, যার ফলে অনেক সংগঠন রেব্যানকে বর্জনের তালিকায় এনেছে।

এই মন্তব্যের প্রতিক্রিয়ায় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য একটি ভিডিও বার্তায় সায়েরের সমালোচনা করেন। তিনি বলেন, “আজহারী হুজুর একটা সানগ্লাস পরেছেন, ভালোই লেগেছে মাশাআল্লাহ। কচুখেতে ওটা আবিষ্কার হয়নি!”

পিনাকি বলেন, রেব্যান কোনো ইসরায়েলি কোম্পানি নয়। ১৯৩৭ সালে এটি আমেরিকায় প্রতিষ্ঠিত হয় ‘Bausch & Lomb’ নামের কোম্পানির মাধ্যমে। ১৯৯৯ সালে রেব্যানকে কিনে নেয় ইতালির Luxottica Group, যার মালিকানায় বর্তমানে ব্র্যান্ডটি রয়েছে।

তিনি আরও বলেন, “বয়কট মানে আবেগে ভেসে যাওয়া না, হিসেব কষে ঘায়েল করার অস্ত্র। যারা তথ্য না জেনে একবার আজহারীকে, আরেকবার আমাকে ট্রল করে—তারা আসলে ফিলিস্তিনের বন্ধু নয়, বরং ইসরায়েলের সহায়ক শক্তি।”

পিনাকি ভিডিওতে আরও দাবি করেন, আজহারীর মতো তরুণ ও মেধাবী ইসলামিক স্কলারদের প্রতি তথাকথিত ‘এলিট শ্রেণির’ বিরূপ মনোভাব আছে। “তারা তাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল, এখন আবার পিছে লাগে,”—বলেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *