নিজস্ব প্রতিবেদক: মৌলিক সংস্কার ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনে অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করে বলেন মাঠ প্রশাসন বিএনপিকে সহযোগিতা করছে অথচ এনসিপিকে যথাযথ সহায়তা দিচ্ছে না।
বুধবার (১৬ এপ্রিল) রাজধানীর গুলশানে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বর্তমান প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না। এই অবস্থায় গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।”
নাহিদ ইসলাম জানান, প্রধান উপদেষ্টার প্রস্তাবিত ডিসেম্বর-জুন সময়সীমায় তারা আপত্তি করেন না, তবে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রথমে মৌলিক সংস্কার জরুরি।
তিনি বলেন এনসিপি নির্বাচনের আগে সংস্কার চায়, আর বিএনপি চায় আগে নির্বাচন, পরে সংস্কার। এই বিষয়টিতে তাদের মধ্যে মতভেদ রয়েছে।
বিএনপি নেতারা একইদিনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে জানিয়ে দেন তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান। তারা মনে করেন তা না হলে দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট আরও বাড়বে।
Leave a Reply