বাবা সঞ্জয় বাঙ্গারের মতোই ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখছিলেন আরিয়ান বাঙ্গার। ভারতের সাবেক ব্যাটারের মতোই ইসলাম জিমখানা ক্লাবের হয়ে খেলেছেনও তিনি। তবে গতবছর ছেলে থেকে মেয়ে হয়ে আলোচনায় আসেন আরিয়ান।
লিঙ্গ পরিবর্তন করায় তার নতুন নাম হচ্ছে অনায়া বাঙ্গার।
স্থায়ীভাবে ইংল্যান্ডে থাকলেও কিছুদিন আগে ভারতে এসেছেন তিনি। আর এসেই বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের সাবেক ক্রিকেটারের রূপান্তরিত মেয়ে। তিনি জানিয়েছেন, অনেক ক্রিকেটারই তাকে নগ্ন ছবি পাঠিয়েছে।
আরো পড়ুন
‘দ্য লালনটপ’ নামে ভারতের একটি ইউটিউব চ্যানেলকে এমনই জানিয়েছেন অনায়া।
তিনি বলেছেন, ‘মুশিরের খান, সরফরাজ খান, যশস্বী জয়সওয়ালদের মতো অনেক পরিচিত ক্রিকেটারদের সঙ্গে খেলেছি। বাবা পরিচিত ব্যক্তিত্ব হওয়ায় আমাকে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে হতো। তবে ক্রিকেট বিশ্ব নিরাপত্তাহীনতা ও বিষাক্ত পুরুষত্বে ভরা।’
লিঙ্গ পরিবর্তনের পর অনেক ক্রিকেটার তাকে নগ্ন ছবি পাঠিয়েছিল বলে জানান অনায়া।
তিনি বলেছেন, ‘সমর্থনের সঙ্গে অনেক নিপীড়নের ঘটনাও রয়েছে। কিছু ক্রিকেটার আমাকে প্রায়ই তাদের নগ্ন ছবি পাঠাত। এক ব্যক্তি তো সবার সামনে গালি দিত। আবার সেই একই ব্যক্তি পরে আমার কাছে এসে বসার পর আমারই ছবি চাইত। ভারতের থাকার সময় আরেকটি ঘটনা ঘটেছিল, একজন প্রবীণ ক্রিকেটারকে আমার অবস্থা সম্পর্কে জানালে সে আমাকে গাড়ি ভেতরে গিয়ে বলতে তোমার সঙ্গে আমি ঘুমাতে চাই।
কখনো লিঙ্গ পরিবর্তন করার ভাবনা মাথায় আসে সে সময়টার কথাও জানিয়েছেন অনায়ার। তিনি বলেছেন, ‘যখন আমার বয়স আট-নয় তখনই এমন ভাবনা আসে মাথায়। মায়ের আলমারি থেকে কাপড় বাছাই করে পড়তাম। তারপর আয়নার সামনে নিজেকে দেখে বলতাম, আমি একজন মেয়ে। আমি মেয়ে হতে চাই।’
Leave a Reply