চট্টগ্রাম মহানগরীর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী বলেছেন, আল্লাহর দুনিয়ায় আল্লাহর বিধানই চলবে, এটাই স্বাভাবিক। যিনি রাষ্ট্র দিয়েছেন, তিনি আইনও দিয়েছেন। সেই আইন বাস্তবায়িত হলে সমাজে কোন বৈষম্য থাকবে না। কেউ দশতলায় থাকবে, কেউ গাছতলায় এই বৈষম্য ইসলাম চায় না।শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের ষোলশহর রেলস্টেশনে জামায়াতে ইসলামীর পক্ষ এক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহজাহান চৌধুরী আরও বলেন,‘ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত শক্তি হিসেবে কাজ করতে পারতো, তাহলে সমাজে কোনো অভাব থাকত না। মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ হতো এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে উঠতো। জামায়াতে ইসলাম সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে—রাষ্ট্রে আল্লাহর আইন বাস্তবায়ন করতেই আমাদের প্রচেষ্টা।শাহজাহান চৌধুরী বলেন,‘আমরা চাই একটি শোষণমুক্ত ও ইনসাফপূর্ণ সমাজ, যেখানে আল্লাহর দেয়া নিয়মেই চলবে সবকিছু। সেই সমাজে ধনী-গরিবের ভেদাভেদ থাকবে না।’
Leave a Reply