free tracking

My Blog

My WordPress Blog

ক্রিকেটবিশ্বে জন্ম হলো নতুন ইতিহাস

মাত্র এক সপ্তাহ আগে পাকিস্তানের মুলতানে গড়া একদিনে ১৯ উইকেটের রেকর্ড টিকল না। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্টে সেই একই মাঠে রচিত হলো নতুন ইতিহাস। সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে দুই দলই অলআউট হওয়ায় পড়েছে ২০ উইকেট!

নোমান আলীর হ্যাটট্রিকে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজটসে জিতে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজকে শুরু থেকেই চেপে ধরে পাকিস্তানের স্পিন আক্রমণ। নোমান আলীর দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৩৮ রানে ৭ উইকেট হারায় ক্যারিবিয়ানরা। টেস্টে পাকিস্তানের হয়ে প্রথম স্পিনার হিসেবে হ্যাটট্রিকের অনন্য কীর্তি গড়েন নোমান। এক পর্যায়ে ৫৮ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকছিল ওয়েস্ট ইন্ডিজ।

গুদাকেশ মোতির লড়াকু ইনিংসতবে গুদাকেশ মোতির দৃঢ়তায় ভর করে দলকে সম্মানজনক সংগ্রহ এনে দেয় ওয়েস্ট ইন্ডিজ। মোতির ৫৫ রানের ঝকঝকে হাফ সেঞ্চুরিতে ১০০ ছাড়ায় দলের ইনিংস। তার সঙ্গে ২৫ রান করেন কিমার রোচ এবং ৩৬ রান করেন জোমেল ওয়ারিকান। শেষ পর্যন্ত ১৬৩ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। নোমান আলী ৪১ রানে নেন ৬ উইকেট।

বল হাতে মোতি-ওয়ারিকানের জবাবব্যাটিংয়ে নেমে পাকিস্তানও বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়। দুর্দান্ত ফর্মে থাকা ওয়ারিকান ও মোতি বল হাতে পাকিস্তানের শিবিরে আঘাত হানেন। মাত্র ২৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। সৌদ শাকিল (৩২) ও মোহাম্মদ রিজওয়ান (৪৯) মিলে দলকে কিছুটা সামাল দিলেও আর কেউই দাঁড়াতে পারেননি।

শেষ পর্যন্ত ১৫৪ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। ওয়ারিকান ৪৩ রানে ৪ উইকেট এবং মোতি ৪৯ রানে ৩ উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের লিড এনে দেন।

প্রথম দিনের নাটকীয় সমাপ্তিদিনের শেষ ওভারে কাশিফ আলী রান আউট হলে অলআউট হয় পাকিস্তান। একদিনেই দুই ইনিংস শেষ হওয়ায় টেস্টের প্রথম দিনটি হয়ে ওঠে রেকর্ডবহুল। প্রথম ইনিংস শেষে ৯ রানের লিড নিয়ে দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ।

মুলতানের পিচে স্পিনারদের জয়জয়কার আর দুই দলের ব্যাটিং ব্যর্থতায় টেস্ট ক্রিকেটের এক অনন্য রেকর্ডের সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব। দ্বিতীয় দিনের খেলা তাই আরও রোমাঞ্চকর হতে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *