free tracking

My Blog

My WordPress Blog

তাহসানের প্রশ্নের উত্তর দিলেন রোজা!

‘কে আঁকড়ে ধরে আছে?’ জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান স্ত্রী উম্মে হাবিবা রোজার সঙ্গে একটি ছবি পোস্ট করে এমনই প্রশ্ন ছুড়ে দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসানের এই প্রশ্নের কারণ হচ্ছে—পোস্ট করা ছবিতে তাহসানকে জড়িয়ে ধরে আছেন রোজা। তাহসান ও রোজার যুগল ছবি নেটিজেনরা পছন্দও করেছেন। তারা দুজনের জন্য অজস্র শুভ কামনাও জানাচ্ছেন।

তবে তাহসানের এই প্রশ্নের জবাব কি রোজা দেবেন না? হ্যাঁ, দিয়েছেন। রোজা তাহসানের এই পোস্টের নিচে এসে মন্তব্য করেছেন। তার আগে হেসেছেন বেশ। হাসির সে কথা লিখে উত্তরও দিলেন।

বললেন, ‘আমরা দুজনেই দুজনকে আঁকড়ে ধরে আছি এবং এটা একটা সুন্দর মিশ্রণ।’
এদিকে কদিন আগেই রোজাকে দেখা গেছে মেক্সিকোতে। সামাজিক মাধ্যমে মেক্সিকোতে ঘুরে বেড়ানোর বেশ কিছু ছবি পোস্ট করেছেন। দেশটির সংস্কৃতি শিল্পকলার নানা নিদর্শনও সেসব ছবিতে উঠে এসেছে।

তবে রোজার এই ঘুরে বেড়ানোর সঙ্গী হিসেবে তাহসান ছিলেন কি না, সেটা জানা যায়নি।
এদিকে অডিও মাধ্যমে টানা গান গাইলেও চলচ্চিত্রে হাতে গোনা কয়েকটি গান গেয়েছেন তাহসান। শুধু গাওয়াই নয়, যদি একদিন নামে একটি চলচ্চিত্রে অভিনয়ও করেছেন। দীর্ঘ বিরতির পর ‘জংলি’ চলচ্চিত্রে ‘জনম জনম’ গানটি গেয়েছেন।

পবিত্র ঈদুল আজহার সিনেমা ‘দাগি’তেও একটি গান গেয়েছেন।

প্রিন্স মাহমুদের কথা ও সুরে এর আগে একাধিক গান গেয়েছেন। এবার ‘জংলি’তে গাইলেন।
পরপর সিনেমার গান প্রসঙ্গে তাহসান বলেছিলেন, ‘একেকটা সময়ের একেকটা ব্যাপার থাকে। এখন মূলধারার অনেক ভালো সিনেমা যেমন হচ্ছে, তেমনি আর্ট হাউসের ছবিও হচ্ছে। আমার কাছেও পরিচালক-প্রযোজকরা গাওয়ার প্রস্তাব দিচ্ছেন। সবার ভাবনা এবং কথা-সুর পছন্দ হচ্ছে, আমিও আনন্দ নিয়ে কাজ করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *