মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও দেশের প্রথম সেনাপ্রধান, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ (বীর উত্তম) আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কে এম সফিউল্লাহ ২ জানুয়ারি থেকে সিএমএইচে ভর্তি ছিলেন। আজ সকাল ৮টা ৪৫ মিনিটে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
জীবনের এক ঝলককে এম সফিউল্লাহ ১৯৩৪ সালের ২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৩ নম্বর সেক্টরের কমান্ডার। তাঁর বীরত্বগাথা মুক্তিযুদ্ধের ইতিহাসে অমলিন। স্বাধীনতার পর তিনি দেশের প্রথম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং এই পদে তিনি ১৯৭৫ সালের ২৪ আগস্ট পর্যন্ত বহাল ছিলেন।
সেনাবাহিনী থেকে অবসরের পর কে এম সফিউল্লাহ বাংলাদেশের কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭৬ থেকে ১৯৯১ সাল পর্যন্ত তিনি মালয়েশিয়া, কানাডা, সুইডেন ও ইংল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
রাজনীতিতে অবদান১৯৯৫ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন। পরবর্তী বছর ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন এবং সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
জাতির প্রতি চির ঋণমেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহর মৃত্যুতে জাতি হারাল এক মহান ব্যক্তিত্বকে। তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
Leave a Reply