free tracking

My Blog

My WordPress Blog

রাজশাহীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিলো বিসিবি

এবারের বিপিএলে পেমেন্ট ইস্যুতে বারবার সমালোচনার জন্ম দিয়েছে দুর্বার রাজশাহী। তবে আজকের ঘটনা সবকিছুকেই ছাপিয়ে গেল। বারবার সময় নিয়েও পেমেন্ট দেওয়া হয়নি বলে রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা ম্যাচ বয়কট করেছে। যাতে শুধুমাত্র দেশী ক্রিকেটারদের নিয়েই আজ রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে নেমেছে দুর্বার রাজশাহী।

এর আগে বারবার সময় নিয়ে পেমেন্ট দিতে ব্যর্থ হওয়ার কারণে অনুশীলন বর্জন করেছিলেন রাজশাহীর ক্রিকেটাররা। জানা গেছে, চট্টগ্রাম পর্বে ঠিক সময়ে হোটেলভাড়া দিতে পারেনি রাজশাহীর ফ্র্যাঞ্চাইজিটি। ঢাকা পর্বেও হোটেল ভাড়া দিতে পারেনি ঠিক সময়ে।

ফলে আজ ম্যাচের দিন সকালে হুট করে হোটেল ছেড়ে নতুন হোটেলে উঠতে হয়েছে রাজশাহীর ক্রিকেটারদের। ম্যাচের আগে রীতিমতো লজ্জার এক বার্তা মিলল। পেমেন্ট না পেয়ে রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা মাঠেই নামলেন না! বিষয়টা লজ্জার উল্লেখ করে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির নতুন মিডিয়া চেয়ারম্যান ইফতিখার রহমান মিঠু রাজশাহীর সার্বিক বিষয়গুলো নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘দুঃখজনক তো অবশ্যই। এটা অনাকাঙ্ক্ষিত, দল নিয়ে যা ঘটছে সবকিছুই অনাকাঙিক্ষত। এটি নিয়ে আলোচনা করছি, বিসিবির দায়িত্ব এই সমস্যা বের করে সমাধান করা। বোর্ড মিটিংয়েও এই বিষয়টি আলোচনায় এসেছে, সমস্যা চিহ্নিত করার বিষয়ে। কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন জিনিস দেখছি। বিপিএল শেষের দিকে চলে এসেছে, অস্বীকার করার কিছু নেই।’

‘বিদেশি ক্রিকেটার আসেনি, এটা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। কী ধরনের সিদ্ধান্ত আসবে, সেটি বলতে পারছি না। কিন্তু কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা ছাড় দিচ্ছি, খেলছে খেলুক। কিন্তু কতটুকু ছাড় দেওয়া যাবে? আমরা তো বিপিএলের মর্যাদা ক্ষুন্ন হতে দিতে পারি না। বিসিবির প্রধান দায়িত্ব বিপিএলের মর্যাদা রক্ষা করা’- যোগ করেছেন মিঠু।

ক্রিকেটারদের চুক্তির টাকা পরিশোধ না করায় চট্টগ্রামে রাজশাহীর ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সে সময় রাজশাহী সবকিছু সমাধান করার প্রতিশ্রুতি দেন। কিন্তু বারবার প্রতিশ্রুতি দিয়েও টাকা পরিশোধ করেনি ফ্র্যাঞ্চাইজিটি।

আজ উল্টো লজ্জার এক কাণ্ড ঘটে গেল। বিসিবির মিডিয়া ম্যানেজার বললেন, এমনটা ঘটবে বিসিবি তা কল্পনাও করেনি! ইফতিখার রহমান মিঠু বলেন, ‘এই পর্যায়ে যে যাবে, এটা কিন্তু কেউ ভাবেনি। দেশের পরিস্থিতির কথা চিন্তা করে একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু তাদের ওপরে বিশ্বাস করে খেলা শুরু করা হয়েছিল, তারা সেই বিশ্বাস রাখেনি। এখন সময় এসেছে আমাদের ব্যবস্থা নেওয়ার। এটা নিয়ে কোনও প্রশ্ন নেই যে, ভাবমূর্তি নষ্ট হচ্ছে না। এজন্যই আমার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি। আমরা ছেড়ে দিচ্ছি না। কেউ চুক্তির শর্তভঙ্গ করলে আমরা আমাদের মতো ব্যবস্থা নিবো। চুক্তিতে সবকিছু বলা আছে। তার বাইরে গিয়ে কেউ কিছু করতে পারবে না। সেটি অগ্রহণযোগ্য হবে। টুর্নামেন্টের বৃহত্তর স্বার্থে আমরা অনেক কিছু ছাড় দিয়েছি। কিন্তু এখন যা হচ্ছে তা মেনে নেওয়া যায় না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *