free tracking

My Blog

My WordPress Blog

ভারত সামরিক অভিযান চালিয়ে যে পরিমাণ জায়গা দখল করে তা জার্মানি অথবা পোল্যান্ড থেকেও বেশি!

ভারত সামরিক অভিযান চালিয়ে যে পরিমাণ জায়গা দখল করে তা জার্মানি অথবা পোল্যান্ডের এরিয়া থেকেও বেশি বলে মন্তব্য করেছে পিনাকী ভট্টাচার্য।

আজ শনিবার (১০ মে) এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ মন্তব্য করেন পিনাকী।

পিনাকী তার পোস্টে বলেন, ভারত তার স্বাধীনতা লাভের পর ১৯৪৭-৪৮ সালে জম্মু কাশ্মীর ১৬,৩০৯ বর্গমাইল, ১৯৪৮ সালে জুনাগড় রাজ্য ৩,৩৩৭ বর্গমাইল, ১৯৪৮ সালে নিজামশাহী হায়দারাবাদ রাজ্য ৮২,৬৯৮ বর্গমাইল, ১৯৬১ সালে গোয়া রাজ্য ১,৪২৯ বর্গমাইল, ১৯৭১ সালে পূর্ব পাকিস্তান ৫৭,৩২০ বর্গমাইল, ১৯৭৫ সালে সিকিম রাজ্য ২,৭৪০ বর্গমাইল সর্বমোট ১৬২,৪০৫ বর্গমাইল এরিয়া সামরিক অভিযান চালিয়ে দখল করে। যেটার পরিমাণ জার্মানি অথবা পোল্যান্ডের এরিয়া থেকেও বেশি।

অথচ ইন্ডিয়ান ন্যারেটিভে ভারত শান্তিবাদী দেশ, অহিংস দেশ উল্লেখ করে তিনি আরো জানান, পৃথিবীতে আর কোন আধুনিক রাষ্ট্র এতো বেশী এলাকা সামরিক আগ্রাসন চালায়ে দখল করর (করে) নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *