free tracking

My Blog

My WordPress Blog

যারা ভাবছেন সংসদের কিছু চেয়ার দিয়ে ছাত্রদের কিনবেন ভুল ভাবছেন

চুয়াডাঙ্গায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন হাসনাত আবদুল্লাহ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, হাসিনা ও আওয়ামী লীগ সরকার গণঅভ্যুত্থানের সময় আমাদের কিনতে পারেনি। এখন যারা ভাবছেন সংসদের কিছু চেয়ার দিয়ে ছাত্রদের কিনে ক্ষমতা দখল করবেন, তারা ভুল ভাবছেন। ক্ষমতার দিকে যারা যেতে চাচ্ছেন, তাদের বলি, আপনারা ক্ষমতার দিকে না গিয়ে জনতার দিকে আসুন। আমরাও আপনাদের পাশে থাকবো।

সোমবার (২৭ জানুয়ারি) চুয়াডাঙ্গা সরকারি কলেজ সড়কের পৌর মুক্তমঞ্চ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘রাইজিং চুয়াডাঙ্গা’ শীর্ষক ছাত্র-জনতার মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেনের সভাপতিত্বে এবং জেলা কমিটির সদস্যসচিব সাফফাতুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এ সভায় ফ্যাসিবাদ, গণতন্ত্র, আন্দোলন এবং সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন-

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মবের মধ্যে ঢুকে মারামারি থামানোর কথা বলতে হেডম লাগে
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নুসরাত তাবাসসুম, কেন্দ্রীয় সমন্বয়ক মোল্লা এহসান এবং জাতীয় নাগরিক কমিটির ঢাকা মিরপুরের সদস্যসচিব গোলাম রাব্বানী।

হাসনাত আবদুল্লাহ চুয়াডাঙ্গা জেলার অবকাঠামোগত উন্নয়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘চুয়াডাঙ্গা এত বড় একটি জেলা হওয়ার পরেও এখানে উন্নয়নের দৃশ্যমান কোনো পরিবর্তন দেখা যায়নি। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এখনো ৫০ শয্যার জনবল দিয়ে সেবা দিচ্ছে, যা একটি বৃহৎ জেলার জন্য অত্যন্ত অপ্রতুল। এখানকার শিক্ষার মানোন্নয়ন এবং স্বাস্থ্যসেবায় কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।’

যারা ভাবছেন সংসদের কিছু চেয়ার দিয়ে ছাত্রদের কিনবেন ভুল ভাবছেন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘চুয়াডাঙ্গা সীমান্তবর্তী জেলা হওয়া সত্ত্বেও এখানে প্রয়োজনীয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠেনি। জেলার ছাত্রছাত্রীরা আধুনিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। চুয়াডাঙ্গার উন্নয়নের জন্য ছাত্র-জনতাই এগিয়ে আসবে।’

আরও পড়ুন:

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে: হাসনাত আব্দুল্লাহ
আওয়ামী লীগকে পুনর্বাসনের বিষয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান, তারা ভুল করছেন। আওয়ামী লীগ তাদেরই হত্যা করেছে যারা তাদের পুনর্বাসন করেছে। গর্দান ও তলোয়ার কখনো একসঙ্গে থাকতে পারে না। আওয়ামী লীগকে পুনর্বাসন করা জাতীয় স্বার্থের বিরুদ্ধে, এটি দেশকে আরও বিভক্ত করবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান, তারা দেশের স্বার্থের সঙ্গে বেঈমানি করছেন। আওয়ামী লীগ ১৬ বছর ধরে যে অত্যাচার ও নির্যাতন করেছে, তার বিচারের দাবি ওঠাতে হবে। যদি বিচারের জন্য আওয়াজ তোলা হয়, আমরা আবার রাস্তায় নামবো। যারা ফ্যাসিবাদ, স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করেছেন, তাদের পক্ষে দাঁড়ানো মানে মজলুমের বিপক্ষে দাঁড়ানো।’

ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘দেশের ছাত্রসমাজ যদি এক হয়ে কাজ করে, কোনো শক্তিই তাদের হারাতে পারবে না। আওয়ামী লীগের অত্যাচারের শিকার যারা, তাদের কথা ভুলে যাওয়া উচিত নয়। ছাত্র-জনতা যারা রাস্তায় প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগ আমাদের ভবিষ্যত গড়তে সহায়তা করবে।’

আরও পড়ুন:

বিজ্ঞাপন

গ্রেফতারের পর কে কার জন্য তদবির করেছে, সেই খবর আমাদের কাছে আছে
তিনি বলেন, “আওয়ামী লীগের অত্যাচারের শিকার ১৬ বছর ধরে নির্যাতিত জনগণের জন্য আমরা সবকিছু করেছি। তাদের যন্ত্রণাগুলো ভুলে গেলে চলবে না। তারা অনেক ভুগেছে, আতঙ্কের মধ্যে জীবন কাটিয়েছে, এসব কিছু তারা কখনো ভুলবে না।”

Jagonews24 Google News Channelজাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে ইতিবাচক বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করে একটি ঐক্যবদ্ধ, সমৃদ্ধ ও সবার জন্য সমান সুযোগের বাংলাদেশ গড়তে চাই। এখানে কোনো বিভাজন থাকবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *