free tracking

My Blog

My WordPress Blog

ষড়যন্ত্র ফাঁস; মহিলা মানুষ মারবি, রেজাল্ট দ্রুত হবে: নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা নাজমুলের ধ্বংসাত্মক ষড়যন্ত্র ফাঁস হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের একটি ফাঁসকৃত স্ক্রিনশটের কথপোকথনে দেখা যাচ্ছে নাজমুল অন্য একজন ব্যক্তিকে নির্দেশনা দিচ্ছেন ধ্বংসাত্মক কাজের জন্য।

নাজমুল বলেন, আর শুন মহিলা মানুষ মারবি। মহিলা মারলে রেজাল্ট দ্রুত হবে। ভয় করবি না। তোর সাথে ২ হাজার নেতাকর্মী থাকবে। লাশ পড়লেই সুদখোরের পদত্যাগ আন্দোলন শুরু হবে।

অপর ব্যক্তি উত্তরে বলেন, ভাই আপনি সবাইকে বলে দেন যেন সকালে উপস্থিত থাকে। আমি আগেই যাব।

এরপর নাজমুল বলছেন, কৌশলে কাজ সারতে হবে। শুরুতেই শিক্ষকদের সাথে মিশে যেতে হবে। কেউ টের পাবে না। মিডিয়া যেন বুঝতে না পারে। পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়লেই কাজ সেরে ফেলবে। মেশিন ব্যাগে রাখবে হাতে থাকবে পতাকা। কমপক্ষে দুইজন ফেলতে হবে।

অপর ব্যক্তি উত্তরে বলেন, আচ্ছা ভাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *